ডিসেম্বর থেকে বন্ধ হয়ে যাচ্ছে ইউটিউবে পেইড চ্যানেল সেবা

প্রযুক্তি ডেস্ক: সার্চ জায়ান্ট গুগল কনটেন্টের অন্যান্য দিকে উন্নতকরনের জন্য ইউটিউবে পেইড কনটেন্ট সেবা বন্ধ করে দিতে যাচ্ছে। ২০১৩ সালে উন্মুক্ত হওয়া এই পেইড চ্যানেলে ন্যাশনাল জিওগ্রাফিক ও সিসেমি স্ট্রিটের মতো চ্যানেলগুলোর কনটেন্টগুলো গ্রাহক মূল্য পরিশোধের মাধ্যমে দেখতে পেত।
গুগল এক ব্লগ পোস্টে জানিয়েছে, এই সেবাটি কখনোই এটি কনটেন্ট ক্রিয়েটর বা ব্যবহারকারীদের মধ্যে ততটা জনপ্রিয়তা অর্জন করতে পারেনি, আর এজন্য ডিসেম্বর থেকে এই সেবাটি বন্ধ করে দেওয়া হচ্ছে। এবং ডিসেম্বরের পর পেইড চ্যানেলের ভিডিও মেকাররা তাদের ভিডিওগুলো লুকিয়ে ফেলার অপশন পাবে অথবা এগুলো বিনামূল্যের কনটেন্ট হিসেবে প্রকাশ করে দিতে হবে।
তবে এর ফলে ইউটিউবের নিজস্ব রেড এ কোন প্রভাব পড়বে না। এই সেবায় এক্সক্লুসিভ প্রোগ্রামগুলো সাবস্ক্রিপশনের মাধ্যমে বিজ্ঞাপন ছাড়া উপভোগ করা যায়। আর এই সেবাটি এই মুহূর্তে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছে। ভিডিও মেকারদের অর্থ উপার্জনে সহায়তা করার জন্য ইউটিউব তাদের স্পনসরশিপ সুবিধা খুলে দিবে বলে জানিয়েছে।
মন্তব্য করুন