পৌরসভা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা শিউলী জেলায় শ্রেষ্ঠ

মৌলভীবাজার সংবাদদাতা: ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য শ্রেষ্ঠ ডিজিটাল সেন্টার ক্যাটাগরীতে সম্মাননা পেয়েছেন শ্রীমঙ্গল পৌরসভা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা শিউলী আক্তারকে। ৯ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে মৌলভীবাজার উদ্যেক্তা মেলার সমাপনি অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করছেন মৌলভীবাজার সদর আসনের সংসদ সদস্য ও প্যানেল স্পিকার সৈয়দা সায়রা মহসীন। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক মো: তোফায়েল ইসলাম, মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধ আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগ এর সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিজবাহুর রহমান প্রমূখ। শিউলি আক্তার জানান, এই অর্জনের জন্য তিনি মৌলভীবাজার জেলা প্রশাসন, শ্রীমঙ্গল পৌর প্রশাসন ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ২আই প্রকল্পের কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিউলী এ ডিজিটাল সেন্টারে কাজ করার পাশাপাশি শ্রীমঙ্গল সরকারী কলেজের রাষ্ট বিজ্ঞানে (অনার্স) বিভাগে লেখাপড়া করছেন।
মন্তব্য করুন