জুড়ীতে খাকটেকা-খালেরমুখ অটোরিক্স ষ্ট্যান্ডে চাঁদা না দেয়ায় শ্রমিকদের মধ্যে সংঘর্ষ আহত ১

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের জুড়ী উপজেলা শহরের ভবানীগঞ্জ বাজারের খাকটেকা-খালেরমুখ অটোরিক্স শ্রমিকদের মধ্যে চাঁদা আদায় নিয়ে সংঘর্ষ ঘটলে একজন শ্রমিক আহত হয়। গত ২৬ মার্চ সোমবার রাতে জুড়ী শহরের খাকটেকা-খালেরমুখ ষ্ট্যান্ডে এ ঘটনা ঘটে। অটোরিক্স শ্রমিক এনামুল হক গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, শ্রমিক এনামুল হকের কাছে চাঁদা দাবি করে স্ট্যান্ডের অটোরিক্স শ্রমিক সোহেল। এনামুল চাঁদা না দেয়ার অপারগতা প্রকাশ করলে তাদের মধ্যে তর্ক বিতর্কে জড়িয়ে যায়। এর এক পর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সোহেল, আজিজ, মনির ও ছোট শামিম শ্রমিক এনামুলের উপর আক্রমন করলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ব্যাপারে জুড়ী উপজেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মতিউর রহমান চুনু বলেন, বিষয়টি জেনেছি।
মন্তব্য করুন